ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত 

প্রকাশিত : ১৮:৩০, ২৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।

স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) দিবাকর বড়ুয়ার সঞ্চালনায় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিকামী বাঙালি জীবনের মায়া তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র সংগ্রামে। বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করেছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। যে মহান নেতার আজীবন সংগ্রামে বাঙালি জাতি পেয়েছে মুক্তির দিশা; প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন রাষ্ট্র, আজ তাঁরই সুযোগ্য তনয়া মানবতার জননী সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে দক্ষ ও দূরদর্শী দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশকে যুক্ত করেছে উন্নয়নের মহাসড়কে।

উপ উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার বলেন, উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যহত রাখতে দেশের তরুণ সমাজকে জাতির জনকের সুমহান আদর্শকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত থেকে জ্ঞান-গবেষণায় সমৃদ্ধ হয়ে আধুনিক,সৃজনশীল, নান্দনিক ও মানবিক গুণাবলী সম্পন্ন আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, প্রক্টর ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.আহমদ সালাউদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, সিনেট সদস্য প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুলতান আহমেদ, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. গোলাম কবীর, আইন বিভাগের সভাপতি প্রফেসর এবিএম আবু নোমান, অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক, চবি. ক্লাব (ক্যাম্পাস ও শহর)-এর সদস্য সুলতানা সুকন্যা বাশার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মসিবুর রহমান, কর্মচারী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবদুল হাই।

কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ রাত ১২.০১ মিনিটে (২৫ মার্চ দিবাগত রাতে) বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মৃতিস্তম্ভে বিএনসিসি কর্তৃক বিউগল বাজিয়ে স্বাধীনতা দিবসকে স্বাগত জানানো হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহ বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি